রবিবার ২০ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

Rishav Basu shares his experience on working in Eken Babu in Benaras

বিনোদন | Exclusive: সত্যজিতকে শ্রদ্ধার্ঘ্য জানানো থেকে জন্ম-মৃত্যুর উপলব্ধি, বেনারসের স্মৃতিমেদুরতায় ডুব ঋষভের

Rahul Majumder | | Editor: Syamasri Saha ২০ মার্চ ২০২৫ ২০ : ০৫Rahul Majumder


নিজস্ব সংবাদদাতা: ফের বড়পর্দায় ফিরছেন ‘একেন বাবু’। বাপি আর প্রমথকে নিয়ে ফের শুরু হতে চলেছে তার নতুন যাত্রা। এবার রহস্যের সমাধানে ত্রয়ী পৌঁছে যাচ্ছে বেনারসে।‌  সেখানেই ‘দি একেন: বেনারসে বিভীষিকা’র প্রথম দফার শুটিং চলেছে পুরোদমে । ‘বাপি’ ওরফে সুহোত্র মুখোপাধ্যায়, ‘প্রমথ’ ওরফে সোমক ঘোষ ও ‘একেন বাবু’ অনির্বাণ চক্রবর্তীর সঙ্গে এবার কাশী-রহস্যে দেখা যাবে অভিনেতা ঋষভ বসু-কে।  ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ঋষভ বসু। গোয়েন্দা গল্পে তাঁর চরিত্রটি ইতিবাচক না নেতিবাচক তা এখনই খোলসা করতে চান না নির্মাতারা। তবে ঋষভের চরিত্রে থাকছে দারুণ চমক। 


এইমুহূর্তে এই ছবির কলকাতায় শুটিং শুরু হলেও কাশীধামের স্মৃতিমেদুরতা কাটেনি ঋষভের। আজকাল ডট ইন-এর সঙ্গে একান্ত আড্ডায় অভিনেতা জানালেন ছবিতে তাঁর কাজের অভিজ্ঞতার পাশাপাশি আপনমনে, খেয়ালখুশি মতো বেনারস পায়ে হেঁটে ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা। বেনারস যে কোনও ছবির সৌন্দর্যকে বাড়িয়ে দেয় বলেই বিশ্বাস করেন ঋষভ। অতীতে সেখানে গেলেও শুটিং করতে এই প্রথম কাশীধামে পা রেখেছেন অভিনেতা। ঋষভের কথায় –“এটা একেন সিরিজের তৃতীয় ছবি। এই ফ্র্যাঞ্চাইজির অংশ হতে পারা সত্যিই সৌভাগ্যের। বেশ লাগছে। আমি যদিও এই ছবির কেন্দ্রীয় চরিত্র নয়। তবে তাতে কিছু যায় আসে না এরকম অনসম্বল কাস্টের অংশ হওয়াটাও আনন্দের। আমার অভিনীত চরিত্রটি বিষয়ে খুব বেশি ভেঙে এখনই কথা বলতে চাইছি না। তবে এটুকু বলতে পারি, খুব গুরুত্বপূর্ণ। চমক আছে একটা। পরিচালক জয়দীপদা যেভাবে চেয়েছেন, আমি এই চরিত্রটিকে দর্শকের সামনে উপস্থাপন করি, সেটা কিন্তু ভারী ইন্টারেস্টিং। ছবির একেবারে ক্লাইম্যাক্সে আমার চরিত্রের গুরুত্ব ভালভাবে টের পাবেন দর্শক।”

 

 

 

অল্প থেমে ঋষভ ফের বলা শুরু করেন – “বেনারস মানেই বাঙালি ছবিপ্রেমী দর্শকের কাছে 'জয় বাবা ফেলুনাথ' ছবির কথা মাথায় আসে। আমরাও কিন্তু সেই ছবির একাধিক লোকেশনে শুট করেছি। ওরকম গলি, কাশীর বিখ্যাত সব ঘটে শুট করা হয়েছে। আমার দৃঢ় বিশ্বাস, কোথাও গিয়ে আমাদের ছবির সেইসব কিছু দৃশ্য, ফ্রেম দর্শকের মনে সত্যজিতের  জয় বাবা ফেলুনাথ-এর স্মৃতি খানিক উস্কে দেবে, ভাল লাগবে।” এক সাক্ষাৎকারে এই  ছবির পরিচালক জয়দীপ মুখোপাধ্যায় বলেছিলেন, ‘‘রাজস্থানে একেনের অভিযানে যেমন 'মহারাজা'কে সেলাম জানিয়ে শ্রদ্ধা জানানো হয়েছিল, এ বারেও সেটা যেন পদে পদে থাকে, সে দিকে খেয়াল রাখব।’’

 


আর শুটিংয়ের ফাঁকে বেনারস ঘোরা হয়নি? প্রশ্ন শুনে অভিনেতার মুখে তখন সুখজাগানিয়া হাসি।  বলে উঠলেন – “কী বলছেন! বেনারসের এ গলি সে গলি পায়ে হেঁটে ঘুরেছি, মালাই দেওয়া লস্যি খাচ্ছি, ঘাটে বসে লেবু চা খেতে খেতে গম্বুজ থেকে একঝাঁক পায়রা ওড়া দেখা...কত বলব। আর, পায়ে  টানা হেঁটে বেনারসের এক ঘাট ধরে সোজা অন্য ঘটে চলে যাওয়া।  প্রায় সাত থেকে আট কিলোমিটার রাস্তা...এটা কিন্তু একটা প্রাপ্তি। মানে, কোনও কোনওদিন যখন আমার অংশের শুটিং রাত আটটা-নটার মধ্যে হয়ে গিয়েছে, আমি বসে না থেকে ঘাট ধরে হাঁটা শুরু করতাম। অল্প অল্প করে শান্ত হচ্ছে বেনারস, ফাঁকা ঘাট, গঙ্গার এলোমেলো হাওয়া, নিকষ কালো আকাশে ফুটে ওঠা একটা দু'টো তারা...অদ্ভুত অনুভূতি। কত গল্প, কত ধরণের মানুষ, হরেক কিসিমের জীবন। কথায় আছে, বেনারসের ঘাটে নাকি জন্ম থেকে মৃত্যু - এই বোধ উপলব্ধি করা যায়। খানিকটা তার স্বাদ পেয়েছি আমিও। কোনও ঘাট ধরে হাঁটতে হাঁটতে দেখেছি একটি কুকুর বসে রয়েছে তার সদ্যজাত কয়েকটি সন্তানের সঙ্গে, আবার তারপরেই মণিকর্ণিকা ঘাটের শ্মশান! মৃত্যু, মহাকাল... সব মিলিয়ে অদ্ভুত একটা মহল বেনারসের। বেনারস যে পৃথিবীর প্রাচীনতম শহর, তা কিন্তু আজও টের পাওয়া যায়। এত মানুষ, এত ধরণের মানুষের জীবন দেখেছি, অভিনেতা হিসাবে যা আমার সেরা সঞ্চয় সেখান থেকে...” 


‘দি একেন: বেনারসে বিভীষিকা’র অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন শাশ্বত চট্টোপাধ্যায়, বিশ্বনাথ বসু, ইশা সাহা, গৌরব চক্রবর্তী, ঋষভ বসু, দেবেশ চট্টোপাধ্যায় প্রমুখ।


Ekenbabu Benars Rishav Basu

নানান খবর

নানান খবর

দ্বিতীয় বিয়ের দেড় বছরের মধ্যেই বাবা হলেন সৌম্য চক্রবর্তী, পুত্র না কন্যা সন্তান এল গায়কের ঘরে?

আটকে গেল সলমন অভিনীত প্রথম বায়োপিক! বিয়ে না করেই ৪৯ বছরে অন্তঃসত্ত্বা আমিশা? 

বেনারসে ঘনাল বিভীষিকা! 'বাপি-প্রমথ'কে নিয়ে কোন রহস্যভেদে 'একেন বাবু'? টিজারেই উঠল কৌতূহলের ঢেউ

ফিরছে অপরাজিতা-প্রিয়াঙ্কার জুটি, মা-মেয়ের কোন অজানা গল্পে ডুব দেবেন দুই অভিনেত্রী?

শেষ হল 'দেবী চৌধুরানী'র পোস্ট প্রোডাকশনের কাজ, কবে আসছে বড়পর্দায়? কী জানালেন শুভ্রজিৎ মিত্র?

শাহরুখ-সুহানার রাজপাটে বাজিমাৎ করতে আসছেন আরশাদ! ‘কিং’-এর গোপন অস্ত্রটা কি আসলে তিনি-ই?

রাখি গুলজারের পোশাক ছিঁড়তে গিয়েছিলেন রঞ্জিত! জানতে পেরেই কোন কড়া ব্যবস্থা নিয়েছিল তাঁর পরিবার?

Exclusive: ৬০ পেরিয়ে সাতপাকে দিলীপ! ‘দাম্পত্য কীভাবে সামলাবেন ভাবলেই মজা লাগছে’ শুভেচ্ছা জানালেন দীপঙ্কর-দোলন

'কেশরী ২'-তে অক্ষয়ের অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ টুইঙ্কেল, গর্বে উচ্ছ্বসিত হয়ে কী বললেন 'খিলাড়ি' পত্নী?

‘তারকা’ হলে কী হবে, পারিশ্রমিক না কমালে কাজ পাবেন না! কোন তারকাদের সতর্কবার্তা সুজিতের?

প্রেমিক সুমিতের সঙ্গে বাগদান সারলেন ঋতাভরী, কবে বসছেন বিয়ের পিঁড়িতে?

Exclusive: 'মঞ্চ অনুষ্ঠানই ব্রেড অ্যান্ড বাটার....,' প্লে-ব্যাকের পরও কেন এমন বললেন মানসী ঘোষ?

স্কটল্যান্ডে কীসের ছক কষছেন বরুণ? ফাঁস হল ‘হ্যায় জওয়ানি তো ইশ্‌ক হোনা হ্যায়’র গোপন প্ল্যান!

একই ছবিতে হাসাবেনও, কাঁদাবেনও আমির— বক্স অফিসে ঝড় তুলতে কবে আসছে ‘সিতারে জমিন পর’?

‘নো এন্ট্রি ২’তে নতুন ‘এন্ট্রি’ তামান্নার! কবে থেকে শুরু শুটিং, মুক্তি-ই বা কবে পাবে?

সোশ্যাল মিডিয়া